এক গ্রাহক গ্যাস ডেলিভারি ম্যানকে মারধর করার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পরে পরিস্থিতি শান্ত হয়।

0
440

এক গ্রাহক গ্যাস ডেলিভারি ম্যান এর গায়ে হাত,৷ প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
————————————
২০আগস্ট,শিলিগুড়িঃ
রান্নার গ্যাস ডেলিভারি ম্যান এর গায়ে হাত দেওয়া নিয়ে শিলিগুড়ি কলেজ পাড়ায় স্ফুলিঙ্গ গ্যাসের অফিসের সামনে আজ সকালে বেশ কিছুক্ষণ উত্তেজনা সৃষ্টি হয়। জানা যায়, শিলিগুড়ি 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিঠু বিশ্বাস এবং সোমা বিশ্বাস এই দম্পতির বাড়িতে রঞ্জিত হালদার নামে স্ফুলিঙ্গ গ্যাস এজেন্সির পক্ষ থেকে ওই দম্পতির বাড়িতে রান্নার গ্যাস ডেলিভারি দিয়ে আসেন কিছুদিন আগে। এরপর ওই বাড়ির মহিলা রঞ্জিত হালদার নামে ওই ডেলিভারি ম্যানকে ফোনে গালিগালাজ করেন এবং বলেন আমার গ্যাসের সিলিন্ডারে গ্যাস কমে গেছে এই অভিযোগ এনে তার স্বামী তাকে ডেকে পাঠিয়ে ওই ডেলিভারি ম্যানকে মারধর করেন। এই ঘটনা বিভিন্ন গ্যাস এজেন্সির ডেলিভারি ম্যান এর মধ্যে চাউর হতেই শিলিগুড়ি বেশকিছু গ্যাস এজেন্সি থেকে ডেলিভারি ম্যানরা কাজ বন্ধ করে দেন এবং ওই দম্পতি কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ আসে এরপর পুলিশ, গ্যাস এজেন্সির কর্তৃপক্ষ এবং ওই দম্পতি মিঠু বিশ্বাস এবং সোমা বিশ্বাস অফিসের ভিতর বসে আলোচনার হওয়ার পর ওই দম্পতি ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চেয়ে নেন। কিন্তু এরপরেও পরিস্থিতি শান্ত না হয়ে আরো অশান্ত হয়ে ওঠে, অফিসের বাইরে গ্যাস ডেলিভারি ম্যানরা সকলে জড়ো হয়ে দাবি তুলতে থাকেন বাইরে বেরিয়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এরপর ওই দম্পতি অফিসের বাইরে এসে যে ব্যক্তিকে মারধর করেছিলেন সেই ব্যক্তির কাছে এবং সকল ডেলিভারি ম্যান এর উপস্থিতিতে তারা মারধরের ঘটনার কথা শিকার করে নিয়ে জোড়হাত করে ক্ষমা চান। এরপর পরিস্থিতি শান্ত হয় এবং বিষয়টি মিটমাট হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here