উত্তরবঙ্গে এই প্রথম “The Dog Villa Cafe”

0
614

১৯অক্টোবর,শিলিগুড়িঃ

উত্তরবঙ্গে এই প্রথম

“The Dog Villa Cafe”

উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম কাস্টমাররা রেস্টুরেন্টে Dogi নিয়ে আসতে পারবেন। শিলিগুড়ি বিধান মার্কেটে মা ভবানী কালী মন্দিরের পাশে হোটেল গণপতি এন্ড রেস্টুরেন্ট এর এক অংশে এই Dog Villa Cafe আজ শুভ উদ্বোধন হলো। এদিনের এই অনুষ্ঠানে সংস্থার প্রজেক্ট ম্যানেজার সুস্মিতা এবং সুনন্দা সাহা জানান, উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম আমাদের এখানে এই ধরনের ক্যাফে খোলা হল। বিশেষ করে যারা পশুপ্রেমী এবং Dogi ভালোবাসেন সেই সমস্ত কাস্টমারদের কথা মাথায় রেখে আমাদের এই উদ্যোগ বলে সুস্মিতা এবং সুনন্দা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here