উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করল শিলিগুড়ির রিতা হালদার।

0
488

উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করল শিলিগুড়ি রিতা হালদার।

১০জুন,শিলিগুড়ি।
উচ্চমাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করল শিলিগুড়ি হায়দার পাড়া বুদ্ধভারতী হাই স্কুলের ছাত্রী রিতা হালদার। রিতা অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এই সাফল্য অর্জন করেছে, বাবা পেশায় মাছ বিক্রেতা, মা অন্যের বাসায় পরিচারিকার কাজ করেন। সংসারে আর্থিক অনটনের মধ্যেও রিতা সে তার পড়াশোনা একাগ্রতা সহকারে চালিয়ে গেছে এবং সে রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অর্জন করে দেখালো দারিদ্রতা বা প্রতিকূলতা কোন বাধা হয়ে উঠতে পারে না যদি কোন ব্যক্তির ইচ্ছাশক্তি থাকে। আগামী দিনে রিতা শিক্ষিকা হতে চায়। রিতার এই সাফল্যে স্কুলের প্রধান শিক্ষক থেকে সহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষা কর্মী ও অন্যান্য ছাত্র-ছাত্রীরা সকলেই খুশি। রিতার সাফল্যের খবর পেয়েই বুদ্ধভারতী হাইস্কুলে পৌঁছে যান শিলিগুড়ির 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিংকি সাহা। তিনি ফুল ও মিষ্টি দিয়ে রিতা কে সংবর্ধনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here