ইন্ডিয়ান অয়েল customers’ ডে পালন করলো।

0
315

#ইন্ডিয়ান অয়েল
#customers’ ডে
সেলিব্রেশন
—————————-
৯জানুয়ারি,শিলিগুড়িঃ
প্রতি বছরের মতো আজও 9 জানুয়ারী পালন করা হলো ইন্ডিয়ান অয়েল কাস্টমারস্ ডে সেলিব্রেশন 2001, এই উপলক্ষে এদিন মাটিগাড়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প গ্রাহকদের উদ্দেশ্যে কেক কেটে এক সুন্দর অনুষ্ঠান পালন করা হয়। পাশাপাশি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়। ইন্ডিয়ান অয়েল এর পক্ষে CGM ( RS) অনির্বাণ ঘোষ বলেন সমস্ত গ্রাহক আমাদের কাছে ভগবানের মতন, কারণ যে কোনো ব্যবসায়ই গ্রাহকদের ছাড়া সেই ব্যবসার ডেভলপমেন্ট হয় না, আর সেই কারণে গ্রাহকদের কথা মাথায় রেখে আজ একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অনির্বাণ ঘোষ( CGM,(RS), চিরঞ্জিব পোদ্দার (DGM,(RS), রাজীব বিশ্বাস(CDRSM), গৌতম সুর(CM-RS) সৌমেন কুমার রায়(SM-RS), প্রশান্ত লামা(BM) সম্রাট মালাকার(Service Provider), এবং সুজিত বোস সহ অন্যান্য ব্যক্তিরা। আজকের এই কাস্টমারস্ ডে সেলিব্রেশন নিয়ে অনির্বাণ ঘোষ কি জানালেন শুনে নেওয়া যাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here