ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড
এর পক্ষ থেকে
মেধাবী ছাত্রীদের
সংবর্ধনা দেওয়া হল।
——————————-
১৩আগস্ট,শিলিগুড়িঃ
ভারতবর্ষের স্বাধীনতার 75 তম বর্ষ পূর্তিতে সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে গতকাল শিলিগুড়ির অদূরে মাটিগাড়া পেট্রোল পাম্পে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে দুই হাজার কুড়ি মাধ্যমিক পরীক্ষায় সফল উর্ত্তীন্ন ছাত্রীদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি ছাত্রীদের কলারশিপ বাবদ দশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়, ভবিষ্যতে তাদের পড়াশোনার কাজে জাতে এই অর্থ খরচ করতে পারে। এদিনের এই সুন্দর মহতি কর্মকাণ্ডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজীব বিশ্বাস, ডিজিএম, (রিটেল সেলস) শিলিগুড়ি ডিভিশন অফিস, এবং সৌমেন রায়, চিফ ম্যানেজার,(রিটেল সেলস) শিলিগুড়ি ডিভিশনাল অফিস। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ব্যক্তিরা।
Home জেনারেল নিউজ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর পক্ষ থেকে মেধাবী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো।