ইউনিয়ন ব্যাংক রিজিওনাল অফিস এর পক্ষ থেকে নতুন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো করিমুল হক মহাশয় এর হাতে শিলিগুড়িতে।

0
269

৫জানুয়ারী,শিলিগুড়িঃ
ইংরেজি নববর্ষের প্রথম সপ্তাহে ইউনিয়ন ব্যাংক শিলিগুড়ি রিজিওনাল অফিস এর পক্ষ থেকে মানব সেবার কাজে “মানব সেবা সদন সোসাইটির” কর্ণধার, পদ্মশ্রী করিমুল হক মহাশয় এর হাতে আজ একটি নতুন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পদ্মশ্রী করিমুল হক, ইউনিয়ন ব্যাংক এর রিজিওনাল হেড সঞ্জীভ কুমার এবং ডেপুটি রিজিওনাল হেড নিরঞ্জন কুমার সহ অন্যান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here