আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন পুজো কমিটি গুলির সঙ্গে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

0
310

২১সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আজ শিলিগুড়ি বর্ধমান রোডে একটি বেসরকারি ভবনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দুর্গাপূজা কমিটি গুলোকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার এদিনের সভায় জানান, এবার পুজোয় বিশেষ অ্যাপ নিয়ে আসা হচ্ছে শহর শিলিগুড়ির নাগরিকদের জন্য,
সেই অ্যাপের মাধ্যমে নাগরিকরা নানা সুবিধা পাবেন, অ্যাপের মাধ্যমে জানা যাবে কোথায় কোন পুজো হচ্ছে, জিপিএস এর মাধ্যমে পূজা মণ্ডপে পৌঁছতে পারবেন দর্শনার্থীরা,
কোনরকম দর্শনার্থীরা সমস্যায় পড়লে অ্যাপে থাকা এসওএস বাটনের মাধ্যমে পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে বলে পুলিশ আধিকারিকরা জানান। বুধবার থেকে অনলাইনে পুজোর জন্য আবেদন করতে পারবে বিভিন্ন পুজো কমিটিগুলি। এছাড়াও মাল্লাগুরি সিঙ্গেল উইন্ডো সিস্টেম এর মাধ্যমে অনলাইন পুজোর অনুমতি দেওয়া হবে। পুলিশের পক্ষ থেকে পুজো কমিটি গুলোকে জানানো হয় কোভিড বিধি মেনে এবং দর্শনার্থীদের সুরক্ষা ব্যবস্থা মাথায় রেখে যেন পুজোর আয়োজন তারা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here