২০সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
করোনা আবহের মধ্যেও আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ, আর তাই পুজো উদ্যোক্তারা শুরু করে দিয়েছেন তাদের পূজার প্রস্তুতি, আজ শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো সুসম্পন্ন হল। এবারে দাদাভাই স্পোর্টিং ক্লাবের পূজো 40 তম বর্ষে পদার্পণ করল বলে পুজো উদ্যোক্তারা জানান।
Home জেনারেল নিউজ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবে আজ খুঁটি পুজো সম্পন্ন হল।