৯অক্টোবর,
আলিপুরদুয়ারঃ
লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা সেনার আগ্ৰাসন রুখতে গিয়ে গত ১৫ ই জুন শহীদ হয়েছিলেন আলিপুরদুয়ার জেলার বিন্দিপাড়ার বীর শহীদ বীপুল রায়। শুক্রবার বিন্দিপাড়ায় শহীদের পরিবারের সঙ্গে দেখা করতে বিপুল রায়ের বাড়িতে আসেন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর।
আজ সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নামেন সস্ত্রীক রাজ্যপাল।
সাথে ছিলেন সেনার ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা, সকাল সাড়ে নয়টা নাগাদ রাজ্যপাল শহীদ বীপুল রায়ের বাড়িতে পৌঁছান এবং প্রায় আধ ঘণ্টা শহীদের পরিবারের সাথে সময় কাটান,
শহীদের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও শহীদের স্ত্রী রুম্পা রায়ের হাতে আরো সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন মাননীয় রাজ্যপাল। উনি বলেন শহীদের পরিবাররা যা হারিয়েছেন এটা বলে বোঝানো যাবেনা।