হাইকোর্ট ও রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মানা হচ্ছে না পূজা মণ্ডপ গুলোতে। অভিযোগ শিলিগুড়ি ফাইট করোনা সংস্থার।
২৩অক্টোবর,শিলিগুড়িঃ
করোনা মহামারী সময় কালের প্রথম থেকে শিলিগুড়ি ফাইট করোনা এই ভাইরাসের বিরুদ্ধে লাগাতার লড়াই করে চলেছে। যার ফলস্বরূপ শিলিগুড়ি ও তার সংলগ্ন এলাকা গুলি আজও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুজোর দিন গুলিতে হু হু করে বাড়তে পারে করোনা সংক্রমণ, এমন আশংকা প্রকাশ করলেন শিলিগুড়ি ফাইট করোনার যুগ্ম আহবায়ক অনিমেষ বসু।
শুক্রবার মহাসপ্তমীর দিন এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, হাইকোর্ট ও রাজ্য সরকারের দেওয়া গাইডলাইন মানছেন না অনেক পূজা মন্ডপ। যার ফলে করোনা সংক্রমণ মারাত্মকভাবে বাড়তে পারে শহর শিলিগুড়িতে। শুধু তাই নয় অবৈজ্ঞানিক ভাবে স্যানিটাইজার টানেল ব্যবহার করছে পূজা মণ্ডপ গুলি, এ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইতিমধ্যে সমস্ত বিষয় নিয়ে পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন বলে জানান আহ্বায়ক অনিমেষ বসু। অনিমেষ বসু ছাড়াও এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন, রুপক দে সরকার, অমিত সরকার, অজয় ট্যান্ডন, অভিজিৎ নিয়োগী ও মৃদুল চক্রবর্তী।