৩০সেপ্টেম্বর,শিলিগুড়িঃ করোনা মহামারীর ও লকডাউন এর জেরে এতদিন শিলিগুড়ির বেঙ্গল সাফারি বন্ধ ছিল। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ইংরেজি মাসের 2 রা অক্টোবর থেকে আবার বেঙ্গল সাফারি পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। আগামী মাসের 2 অক্টোবর থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারি খোলার আগে বুধবার বেঙ্গল সাফারি স্টাফদের নিয়ে মক ড্রিল করা হয়।
থাকছে বেশ কিছু বিধিনিষেধ, গেট এ ঢোকার সময় টেম্পারেচার থার্মাল স্ক্রীনিং স্যানিটাইজার এর ব্যবস্থা থাকছে, বেঙ্গল সাফারি ভেতরে বাসের মধ্যে 24 জনের যে সিট ছিল এখন থেকে 12 জন পর্যটক যেতে পারবেন দূরত্ব বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে বেঙ্গল সাফারীর ডিরেক্টর বাদল দেবনাথ কি জানালেন শুনে নেওয়া যাক।