অস্থায়ী নিরাপত্তা কর্মীদের বকেয়া বেতনের দাবিতে রেল আধিকারিক কে স্মারকলিপি প্রদান।

0
324

অস্থায়ী নিরাপত্তা কর্মীদের বকেয়া বেতনের দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান।
———————————
৪মে,শিলিগুড়িঃ
NJP রেলের বৈদ্যুতীকরন বিভাগে কর্মরত রয়েছেন ৭ জন নিরাপত্তা রক্ষী, সকলেই অস্থায়ী ভাবে কাজ করে ওই বিভাগে, রেলের ঠিকাদারের মাধ্যমেই কাজে নিযুক্ত হন তারা, গত জানুয়ারী মাসে এরা নিরাপত্তাকর্মী হিসাবে কাজে নিযুক্ত, আজও তারা তাদের বেতন থেকে বঞ্চিত বলে দাবি ওই নিরাপত্তা কর্মীদের।
তাই এবার তাদের বকেয়া বেতনের দাবি জানিয়ে মঙ্গলবার রেলের বৈদ্যুতিকরন দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল INTTUC এর NJP শাখা। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে রেলের হস্তক্ষেপ দাবি করেন তৃণমূলের এই শ্রমিক সংগঠন। সংগঠনের কনভেনার সুজয় সরকার বলেন, এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here