অসম্পূর্ণ কাজ পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।

0
415

১২অক্টোবর,শিলিগুড়িঃ
নিজের বিধানসভা কেন্দ্রের অসম্পূর্ণ কাজ পরিদর্শন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। কাজ সম্পূর্ন না হওয়ায় এসজেডি এর কর্তাদের একহাত নিলেন মন্ত্রী। বেধে দিলেন সময়সীমা। নির্দিষ্ট সময়ের মধ্য উচ্চ মানের কাজ যাতে সম্পূর্ন হয় তার জন্য নির্দেশ ও দেন তিনি। ৩৯ ও ৪০নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এলাকা পরিদর্শনে যান পর্যটন মন্ত্রী। ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের নব নির্মিত রাস্তা সহ ভগ্ন রাস্তার মেরামতের কাজ নিম্ন মানের ও কাজ বন্ধ হয়ে রয়েছে সেই অভিযোগর ভিত্তিতে পরিদর্শন করতে যান তিনি। অসম্পূর্ণ কাজ থেকে বেজায় চোটে যান তিনি সঙ্গে থাকা এসজেডি এর কর্তাদের উপর। অবিলম্বে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব এর সঙ্গে এদিন বিভিন্ন এলাকা পরিদর্শনেও ছিলেন 40 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কডিনেটর সত্যজিৎ অধিকারী সহ অন্যান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here