অবিলম্বে পার্কিং চালু করার দাবিতে ADRM দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো।

0
329

৫নভেম্বর,শিলিগুড়ি:
NJP স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে যে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, গত 22 শে ডিসেম্বর থেকে অর্থাৎ প্রায় এক বছরের কাছাকাছি সেই পার্কিং ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে আছে এর কারণে 29 টা পরিবার বেকার হয়ে খুব অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। অবিলম্বে এই পার্কিং চালু করতে হবে এই দাবি নিয়ে আজ INTTUC পক্ষ থেকে ADRM এর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন, INTTUC’র ডাবগ্রাম- ফুলবাড়ি সভাপতি প্রসেনজিৎ রায়। তিনি কি বললেন শুনে নেওয়া যাক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here