অত্যাধুনিক পদ্ধতিতে ব্রেস্ট ক্যান্সার অপারেশনে সফলতা।

0
370

First-of-its-Kind breast Cancer risk reduction surgery at Apollo Hospitalls Kolkata

৫নভেম্বর,শিলিগুড়িঃ
অধ্যাধুনিক পদ্ধতিতে করা হয় স্তন ক্যান্সারের মতো রোগের অস্ত্রোপচার।
এই প্রথম কলকাতার অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালে ডঃ শুভদীপ চক্রবর্তীর অধীনে ব্রেস্ট কনজার্ভেশন সার্জারী করে সুস্থ হয়ে উঠলেন মেদিনীপুর জেলার বাসিন্দা ৩৭ বছর বয়সী মৌসুমী রায়।
বৃহস্পতিবার শিলিগুড়ির এয়ার ভিউ মোড় সংলগ্ন একটি বেসরকারি হোটেলে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের মাধ্যমে এমনটাই জানালেন অ্যাপোলো গ্লেনিগলস হাসপাতালের সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের ডিরেক্টর ডঃ সৈকত দত্ত।
এই অত্যাধুনিক প্রক্রিয়ায় স্তন বৃন্ত অবিকৃত থাকবে বাদ যাবে খালি ক্যান্সার টিউমার, স্তন টিস্যু ও বাইরের চেহারা বজায় থাকবে এবং ইমপ্ল্যান্ট ও পিঠের পেশি ব্যবহার করে স্তনের তাৎক্ষণিক পুনর্গঠন করা হয়। এছাড়াও অস্ত্রোপচারের এক মাস পর থেকে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন এই ধরনের অস্ত্রোপচার করা রোগীরা। ভার্চুয়াল এই সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে মৌসুমী দেবী জানান এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here