৩অক্টোবর,শিলিগুড়িঃ
শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কো-অর্ডিনেটর মানিক দে’ র উদ্যোগে সকালে প্রাতঃভ্রমণে বেরোনো বয়স্ক নাগরিকদের জন্য ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বেশ কিছু সেট বানিয়ে বসার সিট বানানো হয়েছে যাতে সেখানে বয়স্ক নাগরিকরা কিছুটা সময় রেস্ট নিতে পারবেন বা হঠাৎ করে বৃষ্টি নেমে গেলে সেখানে তারা আশ্রয় নিতে পারবেন। এরই আজ শুভ উদ্বোধন হলো।
এই ধরনের উদ্যোগকে ওয়ার্ডের বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন এবং খুশি হয়েছেন। এদিনের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে বহু সম্মানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।
Home পলিটিক্যাল নিউজ শিলিগুড়ি 13 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটর মানিক দে’র উদ্যোগে বয়স্কদের সেট সমেত...