১৩জুন,শিলিগুড়িঃ
অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান শুরু হলো। শিলিগুড়ি হকার্স কর্নার এলাকায় বেশ কিছুদিন ধরে অভিযোগ ছিল ওই এলাকায় SJDA জমিতে বেআইনিভাবে জায়গা দখল করছে বেশকিছু বহিরাগত ব্যক্তিরা। ঘর বানিয়ে সেখানে নানা অসামাজিক কার্যকলাপ ও বিভিন্ন ধরনের নেশা,গাঁজার আসর বসছিল। সেই খবর স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসন, এবং শিলিগুড়ি কর্পোরেশন কে জানাবার পর, আজ শিলিগুড়ি কর্পোরেশনের এর প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য রঞ্জন সরকারের নেতৃত্বে ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় অবৈধ দখলদারদের বানানো ঘর ভেঙে দেওয়া হয়। পাশাপাশি রঞ্জনবাবু দুদিন সময় দিয়ে আসেন বাকি ঘর গুলো সরিয়ে নেবার জন্য।