শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে ভোটের মাধ্যমে নবনির্বাচিত 15 জনের কমিটি গঠন হলো।

0
421

১২অক্টোবর,শিলিগুড়িঃ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের গতকাল সকাল থেকে ভোট পর্ব শুরু হয়েছিল। টানটান উত্তেজনার মধ্যে ভোট গণনা শুরু হয় বিকেল পাঁচটা থেকে। এরপর 15 জনের নব নির্বাচিত কমিটি গঠন হলো। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হলেন প্রমোদ গিরি ও অংশুমান চক্রবর্তী।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইরফান ই আজাম ও প্রসেনজিতের রাহা।
যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সব্যসাচী ভট্টাচার্য্য ও তারক সরকার।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন প্রসেঞ্জিত চৌধুরি। এক্সিকিউটিভ কমিটি কে জয়লাভ করেছেন, অভ্র বরণ চ্যাটার্জী, শুভদীপ রায় নন্দী, নারায়ণ সিংহ রায়, লক্ষ্মণ শীল, সঞ্চিতা আইচ, কমল তামাং, সন্দীপ কারনানী ও নিতাই সাহা। এই 15 জন জয় লাভ করে ক্লাবের উন্নতি ও সমস্ত সদস্যদের ভালো-মন্দ সুখ-দুঃখের সাথী হয়ে পাশে থাকার কথা জানিয়েছেন। বাংলার বার্তা নিউজ ওয়েব পোর্টাল এর পক্ষ থেকে জয় লাভ করে আসা সমস্ত সদস্যদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here