২৪এপ্রিল,শিলিগুড়িঃ
দেশব্যাপী করোনার প্রকোপ নতুন করে আবার ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আগের বারের মতো এবারেও সতর্কতা অবলম্বন করলো শিলিগুড়ি ইসকন মন্দির কমিটি। শিলিগুড়ি ইসকন মন্দিরে আগত দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে নিয়মিত করা হচ্ছে মন্দিরে স্যানিটাইজ, কোনোরকম ঝুঁকি নিতে চাইচ্ছেনা মন্দির কর্তৃপক্ষ। সকল দর্শনার্থীদের পালন করতে হবে করোনার সর্তকতার নিয়মাবলী,পড়তে হবে মাস্ক, ব্যবহার করতে হবে স্যানিটাইজার এবং থার্মোল স্ক্যান করেই প্রবেশ করানো হচ্ছে মন্দির চত্বরে বলে জানান, ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।
Home জেনারেল নিউজ শিলিগুড়ি ইসকন মন্দিরে দর্শনার্থীদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে করোনা বিধি নিষেধ মেনে...