শিলিগুড়ির সুকান্তপল্লীর বাসিন্দা অর্পিতা ঘোষাল WBCS পরীক্ষায় রাজ্যের মধ্যে 11 নম্বর স্থান অর্জন করলেন।

0
542

শিলিগুড়ি সুকান্ত পল্লীর অর্পিতা ঘোষাল WBCS পরীক্ষায় 11 নম্বর স্থান অর্জন করলেন।
———————————–
২৬জুলাই,শিলিগুড়িঃ
শিলিগুড়ির ৩২ নং ওয়ার্ডের সুকান্তপল্লীর বাসিন্দা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী অলোক ঘোষালের কন্যা শ্রীমতি অর্পিতা ঘোষাল WBCS পরীক্ষায় (এক্সিকিউটিভ)পদমর্যাদাক্রমে, রাজ্যের মধ্যে 11 নম্বর স্থান অর্জন করেছেন। তার এই সাফল্যে আজ শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব তার বাড়িতে গিয়ে তাকে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আসেন। গৌতম বাবু তাঁকে আশীর্বাদ করে তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here