শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশে জুলাই এর প্রস্তুতি।
৭জুলাই,শিলিগুড়িঃ
বৃহস্পতিবার শিলিগুড়ি যাদব সমিতি বিল্ডিং এর হল ঘরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী একুশে জুলাই এর কলকাতা সমাবেশের প্রস্তুতি অনুষ্ঠিত হলো। কলকাতায় একুশে জুলাই এর সমাবেশে প্রধান বক্তা হিসাবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে এদিন যাদব সমিতির বিল্ডিং এ এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, পাপিয়া ঘোষ, রঞ্জন শীলশর্মা, কাজল ঘোষ, মদন ভট্টাচার্য, অলক চক্রবর্তী, কুন্তল রায় সহ তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক কাউন্সিলর, মেয়র পরিষদ, নেতা-নেত্রী ও কর্মী সমর্থকরা।