শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত দুঃস্থ পিতৃহীন মেয়ের বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।
———————————-
২৮নভেম্বর,শিলিগুড়িঃ
বর্তমানে শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত নিজের কর্ম জীবনের পাশাপাশি এর আগে বহুবার নানা সামাজিক কাজে নিজেকে মেলে ধরেছেন। এবারেও তার ব্যতিক্রম হল না। শিলিগুড়ি দার্জিলিং মোড়ে রাজীব নগরের বাসীন্দা স্বামীহারা দিপালী সাহা একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে তিন ছেলে-মেয়ে নিয়ে কোনও রকমে সংসার চালান। এরই মাঝে বড় মেয়ের বিয়ে ঠিক হওয়াতে চিন্তায় পড়ে যান তিনি। মাথা থেকে সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে বন আধিকারিক রেঞ্জার সঞ্জয় দত্তের দ্বারস্থ হন দিপালী দেবী, রেঞ্জার সঞ্জয় দত্ত এই ঘটনার সমস্ত কথা শুনে তার মানবিক চিন্তা ধারা নিয়ে তিনি তার সাধ্যমত বিয়ের খরচ খরচা দিয়ে পাশে এসে দাঁড়ালেন এই অসহায় পরিবারটির। শুধু তাই নয় তিনি নিজে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থেকে কন্যা দান করে নবদম্পতিকে আশীর্বাদ করেন।
Home জেনারেল নিউজ শালুগাড়া রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত দুস্থ পিতৃহীন মেয়ের বিয়েতে সাহায্যের হাত বাড়িয়ে...