২৪মে,শিলিগুড়িঃ
মাছ বিক্রি কমে যাওয়ায় হোলসেল মাছ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
———————————–
২৪মে,শিলিগুড়িঃ
করোনা আবহে মুখ থুবরে পড়েছে ব্যবসা তার ওপর গোদের ওপর বিষফোঁড়া মাছে ভাতে প্রিয় বাঙালি মুখ ফিরিয়েছে মাছ থেকে। তার ফলে চরম বিপাকে পাইকারি মাছ ব্যবসাীরা। সম্প্রতি গঙ্গায় মৃত দেহ ভেসে আসার খরবের পর থেকে মুখ থুবড়ে পরেছে মাছ বিক্রি। ক্রেতারা আতঙ্কিত হয়ে মাছ খাওয়ার বন্ধ করে দেওয়াতে চরম আর্থিক ক্ষতির মুখে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের পাইকারি ও খুচরো মাছ বিক্রেতারা। সোমবার উত্তরবঙ্গের বৃহত্তম পাইকারি মাছ বিক্রির বাজার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের পাইকারি মাছ বিক্রেতারা এক সাংবাদিক বৈঠক করে হোলসেল ফিস মার্কটের পক্ষ থেকে বাপি চৌধুরী জানান, ৭০℅ থেকে ৮০℅ শতাংশ চাষ করা মাছ বাজারে আমদানি করা হয়। তার ফলে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি তিনি আরোও জানান, এখনো পর্যন্ত মাছ খেয়ে অসুস্থ হওয়ার কোনো খবর নেই। পাশাপাশি তিনি এদিন সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ জানান বর্তমানে বাজার খোলা রাখার যে সময় সীমা দেওয়া হয়েছে, তাতে বেচা কেনার অসুবিধার মুখে ব্যবসায়ী মহল। সময় সীমা কিছু সময় যদি বাড়ানো যায় সেই বিষয় নিয়ে প্রশাসনের কাছেও বিবেচনার অনুরোধ জানান তারা।