*ব্রাইট অ্যাক্যাডেমির খুদে পড়ুয়াদের রঙিন দিন*
———————————-
৫ফেব্রুয়ারি,শিলিগুড়িঃ ছোট শিশুদের রঙ চেনানো শিক্ষার অন্যতম বিষয়, শুক্রবার ব্রাইট অ্যাক্যাডেমি পাঞ্জাবি পাড়া ব্রাঞ্চের উদ্যোগে ব্রাইট অ্যাক্যাডেমির খুদে স্কুল পড়ুয়াদের নিয়ে “রঙিন দিন পালন করলো।
ছোট শিশুরা বিভিন্ন রঙের জামা পড়েছিল, শিশুরা নানা ধরনের রঙিন খেলনা ও বিভিন্ন রঙের জিনিস নিয়ে ক্লাসে অংশগ্রহণ করে।
শিশুদের জন্য মজার একটি ক্রিয়াকলাপ ও ছিল, এরপর স্কুল থেকে দেওয়া কার্য পত্রকে তারা রঙ করে এবং খুব মজা
পায়।
শিক্ষিকারা শিশুদের বিভিন্ন রঙ চিনিয়েছেন এবং শিশুরা খুব সহজেই তা চিনে নেয়।
এটি একটি দুর্দান্ত শেখার অভিজ্ঞতা ছিল শিশুদের কাছে এবং দৃষ্টি বৈষম্য বাড়ানোর বিষয় ও ছিল।
রঙের পরিচয়ের মাধ্যমে একটি সুন্দর দিন পালন করা হয়।