বীরভূম জেলার বোলপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

0
375

২৯ডিসেম্বর,বীরভূম:
বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল যিনি শুধু মুখেই বলেন না কাজেও করে দেখান, তেমনটাই করে দেখিয়ে দিলেন মঙ্গলবার বীরভূম জেলার বোলপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো ও পথসভার কর্মসূচি সফল করে।
আর তার আগেই বিশ্বভারতীর ক্যাম্পাস ছেয়ে দেওয়া হয় তৃণমূলের দলীয় পতাকায়, বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনের রাস্তা-সহ একাধিক এলাকায় দেখা গেল তেরঙা পতাকায় ফুটে রয়েছে ঘাসের ওপর জোড়া ফুল।
দিন সাতেক আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসার সময় বীরভূমের তৃনমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল বলেছিলেন, ‘এতদিন বিশ্বভারতী নিয়ে রাজনীতি করিনি, এবার আর হাত গুটিয়ে বসে থাকব না। আর আজকের এই মুখ্যমন্ত্রীর কর্মসূচি সফল করে দেখিয়ে দিলেন অনুব্রত মণ্ডল তিনি যা বলেছিলেন তা করেই দেখালেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here