১৬অক্টোবরঃ ফাঁসিদেওয়া বিধানসভা যুব কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদী মিছিল জ্বালাস অঞ্চল কংগ্রেস দলীয় কার্যালয় থেকে বের করা হয়।
মিছিলটি লেউসিপাকুড়ি বাজার পরিক্রমা করে লেউসিপাকুড়ি স্কুল ময়দানে বক্তারা বক্তব্য রাখার পর পার্টি অফিসে এসে দুস্থদের মধ্যে পুজো উপলক্ষ্যে উপহার স্বরূপ নতুন পোশাক বিতরণ করা হয়। এদিনের এই মিছিলে নেতৃত্ব দেন
জেলা কিষান কংগ্রেসের চেয়ারম্যান বাবলু সরকার, জেলা মাইনোরিটি চেয়ারম্যান আলী আক্তার, ব্লক সভাপতি শ্যামল মন্ডল, বিধানসভা যুব সভাপতি গোলাম মুস্তাফা, বিধানসভা মাইনোরিটি চেয়ারম্যান সুদর্শন কুজুর, জেলা যুব সভাপতি সানি লামা, ফাঁসিদেওয়া ব্লক 1যুব সভাপতি বিলাল চৌধুরী, জ্বালাস অঞ্চল সভাপতি আকবর আলী প্রমুখ।