দুয়ারে ফ্রী অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো।

0
337

দুয়ারে ফ্রি এম্বুলেন্স
পরিষেবা চালু হলো।
——————————-
২৩মে,শিলিগুড়িঃ
দুয়ারে ফ্রী অ্যাম্বুলেন্স 24 ঘন্টার জন্য এই পরিষেবা চালু হলো। রবিবার শিলিগুড়ি শ্রমিক ভবনে সর্বভারতীয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা সংসদ অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় এবং স্থানীয় প্রশাসন ও পৌর কর্পোরেশন এর অনুমোদনে কোভিড ও মুমূর্ষু রোগীদের সেবায় শিলিগুড়ির লাক্সারী ড্রাইভার ইউনিয়ন পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন ১৮টি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হলো। প্রত্যেক অ্যাম্বুলেন্স ড্রাইভার এর হাতে পিপি কিট ও মাক্স তুলে দেওয়া হয়। বিভিন্ন এলাকা থেকে এই ১৮টি লাক্সারী ট্যাক্সিতে বিনা খরচে মেডিকেল কলেজ, হাসপাতাল ও নার্সিংহোমে কোভিড ও মুমূর্ষু রোগীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অলক চক্রবর্তী(চেয়ারম্যান, SLDU) কো-অর্ডিনেটর,INTTUC, উত্তরবঙ্গ। আমিজ গুরুং(সাধারণ সম্পাদক, SLDU),
শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার, S.W. Bhutia, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ডিন ডঃ সন্দীপ সেনগুপ্ত, ডঃ আবু হেনা, ডঃ অনির্বাণ রায়, ডঃ এস মজুমদার, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কুন্তল রায়, রাজ্য সম্পাদক জেপি কানোরিয়া, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here