৮ ডিসেম্বর শিলিগুড়ি: বিজেপির কর্মী-সমর্থকরা আজ শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ ফ্লেক্স ছিড়ে ফেলে এবং তারপর সেগুলিতে আগুন লাগিয়ে দেয়।
এরই প্রতিবাদে আজ সন্ধ্যায় দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সুইমিং পুলের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ভেনাস মোড়, সেবক মোড় হয়ে শিলিগুড়ি থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয় দার্জিলিং জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রঞ্জন সরকার কি বললেন শুনে নেওয়া যাক।