৯অক্টোবর,শিলিগুড়িঃ
দীঘা শঙ্করপুর হোটেলের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুজোর আগে ট্রেন চালু করার দাবিতে দীঘা স্টেশনে ডেপুটেশন দীর্ঘদিন ধরে রেল পরিষেবা যোগাযোগ বন্ধ। হোটেল অ্যাসোসিয়েশন এর পক্ষে সভাপতি সুশান্ত পাত্র ও হোটেল অ্যাসোসিয়েশন এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং দীঘা স্টেশন মাস্টার এর কাছে দাবী জানানো হয় দিঘা থেকে ট্রেন চালানোর জন্য। যেহেতু দেশের বহু স্টেশন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে তাই দীঘা থেকে যদি ট্রেন চালানো যায় তাহলে ট্যুরিস্টদের সুবিধা হবে এবং দিঘা হোটেল ব্যবসায়ীদের মুখে কিছুটা হাসি ফুটবে।
সুশান্ত বাবু বলেন, ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে এবং পরে খড়্গপুর ডি আর এম অফিসে জানানো হবে হোটেল অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে।
দীঘা স্টেশন মাস্টার বলেন, হোটেল অ্যাসোসিয়েশন এর দাবি উর্ধতন কর্তৃপক্ষ কে জানানো হবে।