কোভিড সচেতনতায় বার্তা এই কচিকাঁচাদের রথ।

0
415

কোভিড সচেতনতার
বার্তা এই
কঁচিকাঁচা দের রথ।
——————————–
১২জুলাই,শিলিগুড়িঃ
কোভিড কালে জীবনযাপন অনেকটাই নিয়ন্ত্রিত। রথযাত্রাতেও তার প্রভাব পড়েছে। কিন্তু তা বলে কি রথে চড়বেন না জগন্নাথদেব? নিশ্চই চড়বেন। কচিকাঁচাদের বার্তা সচেতনতার।
শিলিগুড়িতে ভারত নগরে ছোটদের উদ্যোগে তৈরী হলো এমন একটা রথ। রথ সাজাতে নাওয়া খাওয়া ভুলে ছিলো তারা।
প্রেরনা,বিনিতা,অরিত্র,বর্নালী, সায়নীরা। রথ সাজাতে ব্যবহার হয়েছে সিরিঞ্জ,মাস্ক ইত্যাদি রথের গায়ে সাজানো রয়েছে।
হাতে প্ল্যাকার্ড ধরা উলের পুতুল। তাদের হাতেই লেখা সচেতনতার বার্তা। কোনও পুতুল জানান দেবে মাস্ক পড়ুন। কেউ আবার জানান দেবে অবিলম্বে ভ্যাকসিন নিন,সামাজিক দুরত্ব বজায় রাখুন।
সামাজিক দুরত্ব বজায় রেখেই রাস্তায় রথ যাত্রা। রথের দড়ি টানতে যারা অংশ নেবেন তাদের দেওয়া হবে মাস্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here