উপহার স্বরূপ বস্ত্র বিতরণ সাধারণ মানুষের মধ্যে।

0
394

১০অক্টোবর,দীঘা,
আশীষ কুমার দুবেঃ

দুর্গা পূজার প্রাক্কালে জনগণের পরিষেবায় শনিবার শুভেন্দু অধিকারী অনুপ্রেরণায়
পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলার আমরা কজন এর ব্যবস্থাপনায়
জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের লোহামেলিয়া ফুটবল ময়দানে এলাকার প্রায় এক হাজার জন গরীব দুস্থ মা,বোন, দিদি, দাদুদের হাতে উপহার স্বরূপ বস্ত্র তুলে দেওয়া হয়। ( দীঘা থেকে আশীষ কুমার দুবে এর রিপোর্ট)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here