শিলিগুড়ি শালুগাড়া এলাকায় জয় সার্ভিস স্টেশন ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আজ দিল্লি থেকে ভার্চুয়াল এর মাধ্যমে একটি অনুষ্ঠানের সূচনা করা হয়।

0
598

১জুলাই,শিলিগুড়িঃ
আজ শিলিগুড়ি শালুগাড়া এলাকায় “জয় সার্ভিস স্টেশন” ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে একটি অনুষ্ঠানের ভার্চুয়াল সূচনা হয় দিল্লি থেকে। প্রতিদিন প্রতি পাম্পে পাঁচ জন গ্রাহক কে ইন্ডিয়ান অয়েল এর অটোমেশন সিস্টেম সম্পর্কে অবগত করা হবে এই ব্যবস্থাতে প্রতিটি গ্রাহক যাতে তেলের পরিমাণ এবং গুণমান সম্পর্কে হতে পারেন তার জন্যই এই আয়োজন। যাদের এই ব্যবস্থা হাতে-কলমে দেখানো হবে তাদের ইন্ডিয়ান অয়েল এর পক্ষ থেকে Reward পয়েন্টও দেওয়া হবে। এই আয়োজনে প্রধান যে পয়েন্ট গুলো দেখানো হয়েছে সেগুলি হল, (১) ভুল এবং অবৈধ তেল যদি কখনো পাম্পে আনলোড করা হয় তাতে পাম্প অটোমেটিক লক হয়ে যাবে। (২) কম পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করা হলে মেশিন অটো লক হয়ে যাবে। (৩) যে যতটা তেল নেবেন তার সম্পূর্ণ রেকর্ড ইন্ডিয়ান অয়েল এর কাছে রয়ে যাবে। (৪) অনলাইন পেমেন্ট করলে তার ই- রিসিভড গ্রাহকদের কাছে চলে যাবে। (৫) প্রতিদিন অনলাইন ব্যবস্থার মধ্যে তেলের গুণগতমান পর্যবেক্ষণ করা হয়। (৬) তেলের ট্যাংকি তেলের উপস্থিতি ও পরিমাণ সর্বদা নজর রাখা হয়। (৭) যত গ্রাহক তেল নেন সবার লেনদেন ডিজিটালি নথিবদ্ধ থাকে। আজকের এই অনুষ্ঠানটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য দিল্লি থেকে ভার্চুয়াল এর মাধ্যমে সূচনা করেন। এদিনের এই সুন্দর অনুষ্ঠানে শিলিগুড়ি শালুগাড়া “জয় সার্ভিস স্টেশন” পেট্রলপাম্পে উপস্থিত ছিলেন, ডিজিএম (রিটেল সেলস) রাজীব বিশ্বাস, সেলস অফিসার (ম্যানেজার রিটেল সেলস) সমীত দাস, পেট্রোল পাম্প ডিলার কে এস আগরওয়াল এবং পাম্প এর সমস্ত অ্যাটেনডেন্স, ম্যানেজার এবং গ্রাহকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here