শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব কোভিড সংক্রান্ত বিষয় নিয়ে এক জরুরি বৈঠক করলেন।

0
327

১৮মে,শিলিগুড়িঃ
আজ শিলিগুড়ি কর্পোরেশনের সভাকক্ষে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ দিনের এই সভায় উপস্থিত ছিলেন, শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলী, শিলিগুড়ি এসডিও, শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনার, এডিএম,
ডিসিপি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, বি সি ডি এর কর্মকর্তারা, অক্সিজেন সরবরাহকারী সংস্থা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে এই জরুরী সভা আজ করেন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। অক্সিজেন সরবরাহ বাড়ানো নিয়ে তিনি বলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও নোডাল অফিসার মনীশ জৈন মহাশয়ের সাথে কথা হয়েছে ওভার টেলিফোনে। শিলিগুড়ি হসপিটালকে আরো উন্নত করা হচ্ছে, ২০ টি এইচ ডি ইউ বেড হচ্ছে তারমধ্যে ৫ টি ভেন্টিলেটর সহ ১ টি ট্রান্সপোর্ট ভেন্টিলেটর থাকবে। অক্সিজেন পাইপ লাইন এক্সটেন্ড হচ্ছে
নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে। ওখানে একটা অক্সিজেন প্লান্টের কাজ শুরু করা গেছে কিন্তু এখনো কেন্দ্রীয় সরকার সারা বাংলায় মাত্র ৪ টি অক্সিজেন প্লান্টের অনুমোদন দিয়েছে, যেটা ৭০ টি দেবার কথা ছিল বলে জানান গৌতম দেব। তিনি আরো জানান, হেল্থ সেক্রেটারি সাথেও কথা হয়েছে। শিলিগুড়ি হসপিটালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজটি কমপ্লিট হয়ে গেছে এখন পারমিশন পেলে সেটা চালু করে দিতে পারা যাবে। নুতন শ্মশান ঘাটের জায়গা দেখা হয়েছিল সেটার প্রসেসিং শুরু হয়ে গিয়েছে, বেসরকারি নার্সিং হোম গুলো সরকারি নির্দেশ মতো সব হচ্ছে কিনা সেটা তিনি দেখবেন, টাস্ক ফোর্স তৈরি হয়েছে নার্সিং হোম গুলো ভিসিট করবার জন্য, সমস্ত নির্দেশিকা লিখিত আকারে তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান, শিলিগুড়ি কর্পোরেশন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here