শিলিগুড়ি ইসকন মন্দিরে আসন্ন রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার মহাসমারোহে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা।

0
244

১৪জুন,শিলিগুড়িঃ
আসন্ন রথযাত্রা উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে মঙ্গলবার মহাসমারোহে পালিত হলো ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব, এদিনের এই উৎসব শুরু হয় দুপুর ১২ টায়, চলে বিকাল ৩ পর্যন্ত। কয়েক হাজার ভক্ত বৃন্দ স্নানযাত্রা উৎসবে যোগদান করেন, সকলেই দুধ, দই, ঘি, মধু, এবং বিভিন্ন রকমের ফলের রস দিয়ে ভগবানকে অভিষেক করান। আজকে থেকে ভগবান আগামী ১৪দিন (অনবসর লীলা) অসুস্থ লীলা করবেন, প্রতিদিন আয়ুবেদিক ওষুধি দেওয়া হবে। এদিনের এই উৎসবে উপস্থিত ছিলেন, শিলিগুড়ির মহকুমা শাসক Shrinivas Vyankatrao Patil,(IAS) শ্রী আখিলত্মা প্রিয় দাস, সভাপতি ISKCON মন্দির, সমাজ সেবী সমীর সাহা,সমাজ সেবী মিন্টু কর এবং অগণিত ভক্ত বৃন্দগন বলে জানান, শিলিগুড়ি ইসকন মন্দিরে জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here