১৬অক্টোবর,শিলিগুড়িঃ
এই দুর্দিনে উৎসবের আগে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য উপহারস্বরূপ নতুন পোশাক নিয়ে হাজির দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক শংকর মালাকার।
গতকাল মণিরাম এবং গোঁসাইপুর অঞ্চলের পর আজ তিনি নতুন বস্ত্র নিয়ে পৌঁছে গেলেন মাটিগাড়া ব্লকে।
মাটিগাড়া অঞ্চল কংগ্রেস কার্যালয় “রাজীব ভবনে” আজকের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার অন্তর্গত ১১ টি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচি পালন করা হবে।
বিধায়ক শঙ্কর মালাকার ছাড়াও উপস্থিত ছিলেন, দার্জিলিং জেলা কিসান কংগ্রেস সভাপতি বাবুল সরকার, অমিতাভ সরকার, আলী আখতর মোসেলউদ্দিন আহমেদ, মোহন সিনহা, অভিরাজ সুব্বা, রবীন ছেত্রী সহ অন্যান্যরা।
Home পলিটিক্যাল নিউজ দুস্থ অসহায় মানুষদের মধ্যে নতুন পোশাক উপহার স্বরূপ তুলে দেওয়ার উদ্যোগ বিধায়ক...