গুলমা চা বাগান এলাকায় দুস্থ চা শ্রমিকদের হাতে কম্বল তুলে দেওয়া হলো।

0
337

২৭ডিসেম্বর,শিলিগুড়িঃ শিলিগুড়ির গুলমা চা বাগান এলাকার দুস্থ চা শ্রমিকদের কম্বল তুলে দিল রোটারি ক্লাব শিলিগুড়ি মিডটাউন 3240 এবং ইনার হুইল ক্লাব 324 শিলিগুড়ি মিডটাউন। সহযোগিতায় শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব।
এদিন গুলমা চা বাগান এলাকায় এলাকার প্রায় শতাধিক শ্রমিক পরিবারের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়। পাশাপাশি একই সাথে চা বাগানের দুস্থ শ্রমিক পরিবারগুলির জন্য এদিন আহারেরও ব্যবস্থা করা হয়। এদিনের এই অনুষ্ঠানে দুস্থ শ্রমিকদের হাতে কম্বল গুলি তুলে দেন রোটারী ক্লাব অব শিলিগুড়ির মিডটাউনের সভাপতি প্রভীন আগরওয়াল, ইনার হুইল ক্লাব শিলিগুড়ি মিডটাউনের সভাপতি বিনীতা আগরওয়াল এবং শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সম্পাদক অংশুমান চক্রবর্তী, যুগ্ম সম্পাদক সব্যসাচী ভট্টাচার্য সহ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here