জেনারেল নিউজ গতকাল ময়নাগুড়িতে ভয়াবহ রেল দুর্ঘটনার পর আজ ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলমন্ত্রী। By Banglar Barta News - January 14, 2022 0 265 Share Facebook Twitter Pinterest WhatsApp ১৪জানুয়ারি,শিলিগুড়িঃ গতকাল ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ রেল দুর্ঘটনার পর শুক্রবার সকালে রেলমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে যান। এরপর তিনি উত্তরবঙ্গের বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান এবং তাদের বিষয়ে খোঁজ-খবর নেন।