কৃত্তিম হাত-পা প্রদান করা হলো ন্যাশনাল মাড়োয়ারি ফাউন্ডেশন এর পক্ষ থেকে।

0
336

২৬সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
ন্যাশনাল মারোয়াড়ি ফাউন্ডেশন গতকাল ও আজ এই দুদিনে প্রায় ৩৫ জন বিকলাঙ্গ ছেলে ও মেয়েদের কৃত্তিম পা ও হাত দিয়ে তাদেরকে পুনরায় জীবনে চলা ফেরার সুযোগ করে দিলেন। উত্তরবঙ্গ সহ নেপাল থেকে অসহায় পরিবারের ছেলে ও মেয়েরা ছুটে আসেন, তারা পুনরায় যাতে মূল স্রোতে ফিরে আসতে পারেন তারই খুদ্র প্রচেষ্টায় খুশি সংগঠনের সদস্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওম প্রকাশ আগরওয়াল, ডাঃ আর কে আগরওয়াল, সঞ্জয় টিবরেয়াল। তারা জানান শহরের বিভিন্ন মানুষের সহোযগিতায় এই মহান কাজটা করতে পেরে তারা খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here