করোনা পরিস্থিতিতে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে নানা সামাজিক কর্মসূচি।

0
293

করোনা পরিস্থিতিতে নানা উদ্যোগ নিল শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
————————————-
১২মে,শিলিগুড়িঃ
বুধবার শিলিগুড়িতে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠক করে অরগানাইজেশন এর পক্ষ থেকে অভিজিৎ মজুমদার জানান, হোম আইসোলেশন এ থাকা রোগী এবং রোগীর পরিবার বা আত্মীয় পরিজন যারা মানসিক দিক দিয়ে ভারাক্রান্ত হয়ে পড়ছেন তাদের জন্য চালু করা হলো হেল্পলাইন নম্বর। টোল ফ্রি হেল্পলাইন নম্বর টি হল(9772227487) সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত এই হেল্পলাইন খোলা থাকবে। এই ফোন লাইনে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকরা। চিকিৎসকদের নিজেদের সমস্যার কথা জানালে তারা তাদের ডাক্তারি সাজেশন জানাবেন। কোন ব্যক্তির করোনা হলে বা তার পরিবার কেউ আক্রান্ত হলে দেখা যায় মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন বেশকিছু ব্যক্তিরা সেই সমস্ত ব্যক্তিদের জন্যও থাকছে একটি হেল্পলাইন নম্বর(0353-2535959) এই নাম্বারটি খোলা থাকবে সন্ধে 7 টা থেকে রাত 9 টা পর্যন্ত। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে একটি ফিল্ড হাসপাতাল তৈরির চেষ্টা চালাচ্ছে এই অর্গানাইজেশন, এখন তারা আপাতত 25 টি বেডের ব্যবস্থা করতে পারবেন বলে জানান, প্রতিটি বেডের সাথেই অক্সিজেন সিলিন্ডার থাকবে, সঙ্গে থাকবে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। অর্গানাইজেশন এর পক্ষ থেকে খুব শীঘ্রই তারা এই ফিল্ড হাসপাতাল রেডি করতে পারবেন বলে আশাবাদী। প্রান্তিক মানুষেরা এখানে অগ্রাধিকার পাবেন, সমস্ত পরিষেবা এখানে বিনামূল্যে দেওয়া হবে বলে অরগানাইজ এর পক্ষ থেকে জানানো হয়। এদিনের এই সাংবাদিক বৈঠকে অভিজিৎ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রূপক দে সরকার সহ অন্যান্য ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here