১সেপ্টেম্বর,শিলিগুড়িঃ
ইন্ডিয়ান অয়েল এর 62 তম প্রতিষ্ঠা দিবস মহাসমারোহে উদযাপন করা হল। বুধবার শিলিগুড়ির অদূরে মাটিগাড়া পরিবহন নগরে ইন্ডিয়ান অয়েল এর পেট্রোল পাম্প প্রাঙ্গণে সমস্ত ডিলারদের নিয়ে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে এই 62 প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আজকের এই দিনটি ইন্ডিয়ান অয়েল “ডে” হিসেবে পালিত হয়। চিফ ম্যানেজার রিটেল সেলস, (শিলিগুড়ি ডিভিশনের) গৌতম সুর আজকের এই বিষয় নিয়ে কি বললেন শুনে যাক।