“আস্থা মেডিকেলে”
ওষুধ কেনাকাটার উপর নতুন চমক।
———————————-
৪মার্চ,শিলিগুড়িঃ
শিলিগুড়ি কোর্ট মোড়ে এসবিআই ব্রাঞ্চ এর পাশে আস্থা মেডিকেলে আগামী কাল থেকে কাস্টমারদের জন্য থাকছে ওষুধ কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড়।
এই বিষয়ে আজ আস্থা মেডিকেল এর পক্ষে সৌমেন নন্দী এক সাংবাদিক বৈঠক করে ওষুধের ওপর নতুন ছাড়ের ঘোষণার কথা জানান। তিনি কি জানালেন শুনে নেওয়া যাক।