৪ নভেম্বর,শিলিগুড়ি:
“আমরা সবাই মায়ের সন্তান” পুজো কমিটির উদ্যোগের প্রতি বছরের মতো এ বছরেও শ্যামা পূজো অনুষ্ঠিত হতে চলেছে।
মূলত এই পুজোয় সাংবাদিকরাই যুক্ত থাকেন। এবছরের এই শ্যামা পুজো চতুর্থ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই পুজো উপলক্ষে আজ খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা হলো।
“আমরা সবাই মায়ের সন্তান” দের পক্ষ থেকে মায়ের কাছে খুঁটি পূজোর দিন সকলেই প্রার্থনা জানালেন, শ্যামা মা তুমি বিশ্বকে করোনামুক্ত করো। করোনাসুরকে বধ করে সুন্দর একটা পৃথিবী দেখাও সকলকে সুস্থ করে তোলো সকলকে ভাল রেখো। কারণ আমরা যে সকলেই তোমারই সন্তান “আমরা সবাই মায়ের সন্তান”।