Philoz Group Of Companies এর

0
637

২৩জুন,শিলিগুড়িঃ
স্বর্গীয় রমাপ্রসাদ বসু, স্বর্গীয় তাপস কান্তি বসু, স্বর্গীয় অমিও কুমার বসু এবং স্বর্গীয় চিত্তরঞ্জন দাস এর স্মৃতির উদ্দেশ্যে,
Philoz Group Of Companies এর উদ্যোগে এবং সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার এর সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও দুঃস্থ ব্যক্তিদের বিনামূল্যে কোভিড প্রতিরোধ ভ্যাক্সিনেশন ক্যাম্প আজ অনুষ্ঠিত হয় শিলিগুড়ি দাদাভাই স্পোর্টিং ক্লাবের কাছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি কর্পোরেশন এর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন, সঞ্জীব বোস, আশ্রমের মহারাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here